সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

দিনমজুরের ছেলে বিমান বানিয়ে তাক লাগিয়ে দিলেন এলাকায়।

রিপোর্টার নাম: / ২৪৭ বার পঠিত:
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আরপাড়া গ্রামের ইয়াসিন শেখ লিমন দরিদ্র পরিবারে জন্ম। পঞ্চম শ্রেণির পর বিদ্যালয়ের গন্ডি আর পেরোতে পারেননি কিন্তু স্বপ্ন দেখা আকাশ ছোঁয়া

লিমন কাজ করে এলাকার একটি গাড়ির ওয়ার্কশপে। শখ থেকে বার বার ব্যর্থ হয়েছে তার তৈরি করা প্লেন আকাশে উড়াতে কিন্তু দমে যাওয়ার পাত্র নন লিমন দুই বছর ধরে ১৬তম চেষ্টার পর সফল হন তিনি।

কখনো বাবা মার থেকে টাকা নিয়ে কখনো ঋন নিয়ে আবার কখনো নিজের ছোট্ট চাকরির আয় থেকে কেনেন প্লেন তৈরির সরঞ্জাম। এ প্লেন তৈরিতে ব্যবহার করা হয় রিমোট FS I6 ট্রান্সমিটার ২২০০ মিলিয়ন এইমপেয়ার ব্যাটারি মটরসহ ড্রোন এতে খরচ হয় ৪৫ হাজার টাকার মতন আর এই প্লেনের নাম দেওয়া হয় বাংলাদেশ এয়ারলাইনস ৭৮৭ যা সে নিজে নাম দিয়েছে অচিন পাখি।

অভাবের সংসার হলেও ছেলের ইচ্ছা শক্তিকে দমাতে দেননি দিন মজুর বাবা মোঃ আবু বক্কার শেখ লিমন কে উৎসাহ দিতেন।

সরকারি সহযোগিতা পাওয়ার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ পেলে দেশের জন্য আরও বড় কিছু তৈরি করতে পারবেন বলে মনে করেন প্লেন বানিয়ে তাক লাগানো ইয়াসিন শেখ লিমন।

উপজেলার মহেশপুর ইউপি চেয়ারম্যান লুথফার রহমান লুথু বলেন-আমার অত্যান্ত গর্ভের বা অহংকারের বিষয় ১৫ বছরের একটা ছেলে লিমন।সে অত্যান্ত গরিব ঘরের সন্তান অর্থের অভাবে পড়ালেখা করতে পারেনি একটা ওয়ার্কশপে চাকরি করে তার মেধা দক্ষতা দিয়ে বিমান তৈরি করেছে এবং সে বিমান আকাশে উরে মেঘ অতিক্রম করে আবার রিমোট দিয়ে নামিয়ে আনে, আমি ছেলেটার মেধাটাকে যাতে করে বিকাশিত হয় সেই কারণে সমাজের বৃত্তশিল ও সরকারের সুদৃষ্টি কামনা করি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ