সোমবার, ২০ মে ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম

শাহীন আলম সানী / ৮৭৮ বার পঠিত:
আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম

বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলার অন্তর্গত শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের দীর্ঘদিন ধরে কোন কমিটি না থাকায়, বাংলাদেশ ছাত্রলীগ শান্তিগঞ্জ উপজেলা শাখাকে গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। আজকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন স্বাক্ষরিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের প্যাডে নির্যাতিত,মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলামকে সভাপতি এবং নাঈম আহমদকে সাধারণ সম্পাদক করে উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা তাদের ফেসবুক ওয়ালে এই কমিটি  প্রকাশ করেন। উল্লেখ্য যে, শান্তিগঞ্জ উপজেলায় ছাত্রলীগের দীর্ঘদিন থেকে কোন কমিটির না থাকায়, বাংলাদেশ ছাত্রলীগ শান্তিগঞ্জ উপজেলা ঝিমিয়ে পড়েছিল।পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাহেবের এর সংসদীয় আসন এই শান্তিগঞ্জ উপজেলায়। ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এই কমিটির অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলামকে সভাপতি করায় আক্তাপাড়া মিনা বাজার পয়েন্টে প্রাণ ফিরে পাওয়া ছাত্রলীগের তৃণমূলের কর্মীরা তাৎক্ষণিক আনন্দ সভা ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ ব্যাপারে ছদরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে, তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামনের দিনগুলিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে লালন করে যেন চলতে পারেন,সে ব্যাপারে তিনি সবার সর্বাত্মক সাহায্য সহযোগিতা কামনা করেন।বিগত ২০১৫ সালে ছদরুল ইসলাম সিলেট এমসি কলেজে ছাত্রলীগ করার অপরাধে সন্ত্রাসী হামলায় ছুড়িঘাতে আহত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু তার শরীরের প্রত্যেকটি ক্ষত তাকে সাধারণ জীবন যাপন করতে এখনো ভুগায়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলামকে নব-নির্বাচিত করায় তৃণমূলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ তৈরী হয়েছে। তৃণমূলের সবাই এই কমিটির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ