সোমবার, ২০ মে ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

অ্যান্ড্রয়েডে ইউটিউবের নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ২৯৯ বার পঠিত:
আপডেট সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
অ্যান্ড্রয়েডে ইউটিউবের নতুন ফিচার

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। সারাবিশ্বে রয়েছে ইউটিউব ব্যবহারকারী। শুধু বিনোদনের মাধ্যমই নয় আয়ের অন্যতম প্ল্যাটফর্ম মেটার এই সাইটটি। এবার নতুন আপডেট এলো ইউটিউব মিউজিকে। এবার থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও কিউ (Queue) সেভ করতে পারবেন। এতদিন এই সুবিধা ছিল শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য।

এই ফিচারটির মাধ্যমে কোনো গান বা মিউজিক অ্যালবাম কিউ-এ সেট করতে পারবেন। এরপর যদি ইউটিউব মিউজিকে ব্যবহারকারী প্লে স্ক্রিন থেকে নেক্সট অপশনটিতে ট্যাপ করেন তাহলে একটি সেভ অপশন দেখা যাবে। এরপর একটি অ্যাড টু প্লেলিস্ট (Add to Playlist) অপশন পপ আপ উইন্ডোতে দেখা যাবে। সেখানেও সেভ অপশন দেখা যাবে। এর ফলে নতুন প্লেলিস্ট তৈরি করা সম্ভব হবে। সর্বপ্রথম প্লে মিউজিক অ্যাপে এই ফিচারটি যোগ করেছিল গুগল। এখন গুগল মিউজিকে ফিচারটি যোগ করা হলো। যদিও আইওএস-এর জন্য অনেক আগেই এই ফিচারটি চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্য়বহারকারীদের জন্য এই ফিচারটি চালু হওয়ার ফলে গ্রাহকদের বেশ কিছু বিষয়ে সুবিধা হবে।

বর্তমানে একটি গান শোনার পর পরের গান নিজস্ব অ্যালগরিদম অনুযায়ী প্লে করে ইউটিউব। এর মধ্যে যদি কোনো গান পছন্দ না হয় তাহলে নতুন করে ফের গান খুঁজতে হয়। কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এবার থেকে আগে থেকেই পছন্দের গানের তালিকা তৈরি করে রাখতে পারবেন। এরপর সেই অনুযায়ী গান প্লে হবে। ইউটিউব মিউজিকে কোনো রেডিও স্টেশন প্লে করলেও এই সেভ অপশনটি ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু কোনো আনডু (Undo) অপশন নেই। ফলে ভুল করে কোনো গান সেট করেন তাহলে কিন্তু সেই গান রিমুভ করতে পারবেন না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ