রাজধানীর মতিঝিলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আশিকুর রহমান (৫৫) নামে এক মেডিকেল টেকনোলজিস্টের ৩০ হাজার টাকা খোয়া গেছে বলে জানিয়েছে পরিবার। আশিকুর রহমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভাইরোলজি বিভাগের সিনিয়র টেকনোলজিস্ট। বৃহস্পতিবার (৬ জনুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে স্টোমাক ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
আশিকুর রহমানের ছেলে আদিব জাগো নিউজকে বলেন, আমার বাবা ঢামেক হাসপাতালের ভাইরোলজি বিভাগের সিনিয়র টেকনোলজিস্ট অফিস শেষে বাবা মতিঝিল থেকে ঢাকা পরিবহনের বাসে ওঠেন। এসময় তার পাশের সিটের এক যাত্রীর কাছে থেকে হালুয়া খেয়ে অচেতন হয়ে পড়েন। পরে তার কাছে থাকা ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ওই যাত্রী। পরে তার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসি। স্টোমাক ওয়াশ করার পর তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মতিঝিল এলাকা থেকে অচেতন অবস্থায় মেডিকেল টেকনোলজিস্ট আশিকুর রহমানকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে নতুন ভবনে মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়েছে।