হবিগঞ্জ পৌর এলাকার পুরাতন পৌরসভা রোড এলাকায় অভিযান চালিয়ে আখাউড়ার কুখ্যাত মাদককারাবারি নজরুল মালদারকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আল-আমিনের দিকনির্দেশনায় বুধবার সাড়ে ৭টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আটক করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দার ওসি আল-আমিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। হবিগঞ্জ জেলা থেকে মাদক পুরোপুরিভাবে নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।