নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বাহারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ইউনিয়নের দিলদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. আনোয়ার হোসেন বাহার সেনবাগের পশ্চিম ইয়ারপুর গ্রামের বারেক হাফেজ বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি কাবিলপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. আনোয়ার হোসেন বাহারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, গ্রেফতার আনোয়ার হোসেন বাহারকে থানায় রাখা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।