‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’- এর সমাপনী দিনে প্রদর্শিত হবে ‘আগামীকাল’ চলচ্চিত্র। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে ২য় সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র শুরু হয়েছে ৩ জানুয়ারি থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চলমান এই উৎসবের সমপানীর দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি।
উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন এবারের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন ১২১ টি দেশের ৬০০ চলচ্চিত্র। তার মধ্যে মাসুদ মঞ্চ প্রযোজিত অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্রটি সমাপনীর দিন প্রদর্শিত হবে। এ ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদ, টুটুল চৌধুরী, আশিষ খন্দকার।
অভিনেতা ও প্রযোজক টুটুল চৌধুরী এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘আগামীকাল’ উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে ফেস্টিভাল প্রিমিয়ার হচ্ছে যা আমাদের পুরো টিমের জন্য আনন্দের। সিনেমাটি আগামি ৪ মার্চে দেশে এবং বিদেশে একযোগে ৩টি মহাদেশে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।’ সমাপনী উৎসবে সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান উপদেষ্টা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল।