ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ নিশ্চিত করতে চাইলে জয় ছাড়া বিকল্প কিছু নেই কলকাতা নাইট রাইডার্সের সামনে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে দলটি। রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় পেয়েছে কলকাতা। টানা ৯ ম্যাচ পর কলকাতার একাদশে ফিরেছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। দলে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সাকিব।
বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন সাকিব। এছাড়াও দুর্দান্ত থ্রোতে কেন উইলিয়ামসনকে আউট করেছেন তিনি। সাকিবকে অবশ্য ব্যাটিং করতে হয়নি। ৬ উইকেটে হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে কলকাতা।
কলকাতার দুর্দান্ত জয়ের সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক ইয়ন মরগান। তিনি বলেন, আমাদের এই জয়ে অনেক প্রভাব রেখেছে সাকিব। সাকিবের মতো একজন তারকাকে রাখলে দলের গভীরতা ও সামর্থ্য বেড়ে যায়। তার মত একজন স্কোয়াডে থাকাটা বিরাট বিলাসিতা। সাকিব এসেছে, ম্যাচে অনেক বড় প্রভাব রেখেছে।
এর আগে কলকাতার উইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল ইনজুরিতে পড়ায় ভাবা হচ্ছিল সাকিবকে একাদশে ফেরানো হবে। কিন্তু সে সময় রাসেলের জায়গায় একাদশে ডাক পান কিউই পেসার টিম সাউদি। পরের ম্যাচে লকি ফার্গুসনের জায়গায় নেওয়া হয় আরেক তারকা টিম সেইফার্টকে। তবে সর্বশেষ ম্যাচে সেইফার্টের জায়গায় ডাক পান সাকিব।