শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

সর্বস্তেরের সনাতনধর্মী ভাই-বোনদের দুর্গাপূজার শুভেচ্ছা-এমদাদ

ডেস্ক এডিটর, বাংলা সংবাদ / ৭৪৮ বার পঠিত:
আপডেট সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
সর্বস্তেরের সনাতনধর্মী ভাই-বোনদের দুর্গাপূজার শুভেচ্ছা-এমদাদ

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরগাপাশা ইউনিয়নসহ দেশবাসীকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন দরগাপাশা গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্য বার্ণলী শাখার জাতীয় শ্রমিক লীগের সভাপতি এমদাদ হোসেন চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু বাঙালি হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের জাতীয় ঐক্য চেতনায় এটি একটি মহামিলনোৎসব।শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের লোকেরা মিলেমিশে বসবাস করে আসছে। বিশ্বে এ এক অনন্য ইতিহাস। যে দেশে, যে ভূখন্ডে একসঙ্গে নানা জাতি, নানা বর্ণের লোক এবং নানা ধর্ম-সংস্কৃতির লোকের বসবাস, সেটাই তাদের আসল পরিচয়। তাই তো প্রাচীনকাল থেকে আমরা পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ আছি। কোন অপশক্তি যেন এ উৎসবের আনন্দ ম্লান করতে না পারে সেদিকে সতর্ক থাকার জন্যও আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ