বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ৬ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন প্লেব্যাক কিং এন্ড্রু কিশোর। ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহন করেন বাংলা সিনেমার অজস্র কালজয়ী গানের শিল্পী এন্ড্রু কিশোর। দরদভরা কণ্ঠে গেয়েছেন বেশি গান। জীবদ্দশায় ছিলেন বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত সেরা কন্ঠ।
আটবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্লেব্যাক সংগীতের কিংবদন্তি হিসেবে অজস্র সম্মাননা আর পুরস্কার বিজয়ী এন্ড্রু কিশোরকে হার মানতে হয় ক্যান্সারের কাছে। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা এন্ড্রু কিশোর শেষ জীবনে ফিরে যান জন্মস্থান রাজশাহীতে। ২০২০ সালের ৬ই জুন পার্থিব পৃথিবীকে বিদায় জানান সেরাদের সেরা শিল্পী এন্ড্রু কিশোর।