শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

শ্যুটার গান-ম্যাগজিনসহ যুবক গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি / ৬৪৯ বার পঠিত:
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
শ্যুটার গান-ম্যাগজিনসহ যুবক গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে সজিব রানা (২২) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, শ্যুটার গান, ম্যাগজিন ও গুলি জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোমিনুল করিম।

এর আগে বুধবার রাত ৯টায় পার্বতীপুর থানা পুলিশ মোস্তফাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সজিব একই উপজেলার দৌলতপুর গ্রামের আমিনুল হকের ছেলে। ব্রিফিংয়ে মোমিনুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি টহল দল রামচন্দ্রপুর এলাকায় জনৈক মতিনের লিচু বাগানে অভিযান চালায়। এসময় সজিবকে আটক করে তার মোটরসাইকেলে থাকা শপিংব্যাগ তল্লাশী করে। এসময় একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি লোহার তৈরি দেশীয় শ্যুটার গান ও এক রাউন্ড গুলি জব্দ করে।

তিনি আরও জানান, সজিবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ