রাজধানীর শ্যামপুরে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. আল আমিন ও মো. সুমন ওরফে বুশ। গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ জানুয়ারি) শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, দুইজন মাদক কারবারি শ্যামপুর থানার জুরাইন রেলগেট, সিটি করপোরেশন মার্কেটের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আল আমিন এবং সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা অস্ত্র ও গুলির কোনো লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেনি। এ বিষয়ে তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি।