রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

শিবচরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

মাদারীপুর প্রতিনিধি / ৬১৯ বার পঠিত:
আপডেট সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
শিবচরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

মাদারীপুর জেলার শিবচরে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এসএম রিফাত মাহবুব (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৫ জুলাই) দিনগত রাত ১টার দিকে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রিফাত মাহবুব উত্তর বহেরাতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে।

শিবচর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামসহ পুলিশের একটি দল রাতে গজারিয়া গ্রামে আব্দুর রাজ্জাক শিকদারের বাড়িতে অভিযান চালায়।

এসময় ঘরে থাকা আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে এসএম রিফাত মাহবুব পালিয়ে যেতে চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে বিছানার নিচ থেকে শপিং ব্যাগে মোড়ানো একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটিতে তিন রাউন্ড গুলি রয়েছে। শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, আটক রিফাতের নামে শিবচর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। রিফাত উত্তর বহেরাতলা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী নূরুল হক শিকদারের ভাতিজা। তিনি অস্ত্রটি নির্বাচনের আগে থেকেই তার কাছে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, নির্বাচনে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা করেই অস্ত্রটি তিনি এনেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ