শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুর উপর হামলা, লুটপাট ও মন্দির ভাঙচুরের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ। শুক্রবার বিকালে উপজেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা ও উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জুয়েল দাশের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল হেকিম, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এম পি’র একান্ত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতু।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নূরুল হক, উপজেলা যুবলীগের সহ সভাপতি রাজা মিয়া, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র তালুকদার, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, উপজেলা যুবলীগ নেতা জয়ন্ত তালুকদার পুল্টন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক সমিরণ দাশ সুবীর, জয়কল ইউপি সদস্য সুজন তালুকদার, সাবেক মেম্বার হিরেশ পাল, পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক সমীরণ দাশ, মৃদুল দাশ, সাংগঠনিক সম্পাদক বিধু দাশ, মিঠুন চক্রবর্তী মিঠু প্রমুখ।