শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

রূপগঞ্জ অগ্নিকাণ্ড : দায়ী মালিকের শাস্তি চায় বাসদ

নিজস্ব প্রতিবেদক / ৬৫৯ বার পঠিত:
আপডেট সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
রূপগঞ্জ অগ্নিকাণ্ড : দায়ী মালিকের শাস্তি চায় বাসদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানার নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান ও দায়ী মালিকের শাস্তি দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় অনলাইন বৈঠকে এই দাবি করেন দলটির নেতারা।

দলের আহ্বায়ক কমরেড সন্তোষ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, রফিকুল ইসলাম, ঢাকা মহানগরের অন্যতম নেতা জাকির হোসেন, সৈকত হোসেন শাহিন, নোয়াখালী জেলার নেতা আবু নাছের সবুজ প্রমুখ। নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানার অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। নেতারা বলেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানার অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিকের মৃত্যু ও অসংখ্য শ্রমিকের আহত হওয়ার ঘটনা মালিক ও সরকার ব্যবস্থার প্রতিচ্ছবি। বর্তমান ও অতীতের সরকারের আমলে মিল-কলকারখানা, বাসা, বাড়ি, হোটেল, রেস্তোরাঁ, মার্কেট, অফিসসহ বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ড, গ্যাস বিস্ফোরণসহ নানা দুর্ঘটনা ঘটেই চলেছে। প্রাণ দিচ্ছে নিরীহ মানুষ। এসব দুর্ঘটনা রোধে সরকার কার্যকর কোনো ব্যবস্থাই নিচ্ছে না।’

‘কল-কারখানাসমূহে কাজের নিরাপদ পরিবেশ নেই। শ্রমিক-কর্মচারীদের জীবনের নিরাপত্তা নেই। দুর্ঘটনা ঘটার পর সরকার তদন্ত কমিটি করে, বিভিন্ন আশ্বাস দেয়। কিন্তু পরে তা আর আলোর মুখ দেখে না।’ তারা বলেন, ‘করোনা সংক্রমণ বৃদ্ধিতে কঠোর লকডাউনেও মুনাফালোভী মালিক ও তাদের স্বার্থ রক্ষাকারী সরকার শ্রমিকের জীবনের নিরাপত্তা বিধান না করে করাখানা চালু রেখে শ্রমিকদের কাজ করতে বাধ্য করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। শ্রম আইনের শিশু শ্রম নিষিদ্ধ থাকলেও সেজান কারখানায় হতাহতের অধিকাংশ শ্রমিকই নারী ও শিশু।’ নেতৃবৃন্দ নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের উপযুক্ত চিকিৎসা ও পুনর্বাসন এবং ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে দায়ী মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ