কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বরিবার সকাল ১১ টার সময় উপজেলা হলরুমে রূপকল্প ২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানিসম্পদ অফিসার আব্দুল মালেক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
এ সময় আর উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক। উক্ত সেমিনারে সরকারের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়ে ব্যপক আলোচনা হয়।