ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে শহরের প্রেরণা একাত্তর চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে র্যালী নিয়ে জড়ো হয় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠন। সকাল ৮ টায় রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করে। এরপর পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ পুষ্পমাল্য অর্পণ করে। পরে একে একে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ফুল দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে দিবসটি।
ঝিনাইদহ থেকে জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিকের তথ্য ও চিত্রে দেখুনঃ