শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

মা-মেয়েকে গলা কেটে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি / ৫৫৫ বার পঠিত:
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
মা-মেয়েকে গলা কেটে হত্যা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মা ও মেয়ের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার দিগাম্বর বাজার এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ। নিহতরা হলেন-সঞ্জিত দাশের স্ত্রী অঞ্জলী রাণী মালাকার (৩০) ও তাদের মেয়ে পূজা রাণী দাশ (৮)।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সঞ্জিত দাশ একজন সবজি বিক্রেতা। স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি দিগাম্বর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন। বুধবার রাতে তিনি বাসায় ছিলেন না। বাসায় শুধু তার স্ত্রী ও মেয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘরের খোলা দরজা দিয়ে ঘরে মা-মেয়ের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরী বলেন, অঞ্জলী মালাকারের স্বামী সঞ্জিত পুলিশকে জানিয়েছেন যে রাতে তিনি বাসায় ছিলেন না, সুনামগঞ্জে ছিলেন। তবে এ নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ