রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

মালদ্বীপে করোনায় মৃত্যু ২৬৪ জনের, মোট শনাক্ত লাখ

মোহাম্মদ মাহামুদুল,মালদ্বীপ / ১৯৮ বার পঠিত:
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
মালদ্বীপে করোনায় মৃত্যু ২৬৪ জনের, মোট শনাক্ত লাখ

বিশ্বের বিভিন্ন দেশের মতো মালদ্বীপেও করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে ৫৯৩ জন। যা গতকাল ছিল ৪৫৪ জন। ৫৯৩ জনের মধ্যে রাজধানী মালে আক্রান্ত হয়েছে ১৯৯। আইল্যান্ডগুলোতে ১৯৭ জন, বিভিন্ন পর্যটনকেন্দ্রে ১২৪। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৯৯ জনের। বুধবার (১২ জানুয়ারি) মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা, নিয়মিত সংবাদ বুলেটিন করোনাভাইরাসের সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য সুরক্ষার প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৯৪ হাজার ৫০২ জন। দেশটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ২৬৪ জন। করোনায় আক্রান্ত মোট রোগী রয়েছে ৫ হাজার ৮১৮ জন। এছাড়া হাসপাতালে ভর্তি ২০ জন। বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হিসাবে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১ লাখ ৪৫ হাজার ৯১৬ জন।

২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৬৪ হাজার ২৩৬ জন। এ নিয়ে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৭৩৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৫৫ লাখ ৩০ হাজার ৩৪৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৬ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৭৩ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ