শান্ত আমার মায়ের বুকে
আগুন কেন জ্বলে
জীবন বিধান কোরআন আমার
কেমনে মুর্তির তলে?!
কে করিল কঠিন এই কাজ
ধর্ম কি ওর আছে,
হিন্দু মুসলিম লড়ছে বেজায়
মরছে মিছে মিছে।
যড়যন্ত্রের বইছে বাতাস
সম্প্রিতির এই দেশে,
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
সবাই মিলে মিশে।
ভালোই আছি আমরা সবাই
বাংলা মায়ের কোলে,
ঈদ উৎসবে মেলায় জলসায়
একে অন্যের হলে।
সাম্প্রদায়িক শান্তির এ দেশ
মোড়ল দাদার নয়,
অসাম্প্রদায়িক দাঙ্গায় কেন
উতাল পাতাল হয়।
গদির মায়ায়, কেউবা টানে
ধর্ম করে পুজিঁ,
ধান্দাবাজ সব রাজনীতিবিদ
করছে এসব বুঝি।
কোরআন শুধু মুসলমানদের নয়
মানব জাতির তরে,
পড়বে কোরআন বুঝবে কোরআন
রাখবে সবার ঘরে।