শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক / ৫৪৯ বার পঠিত:
আপডেট সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ভাটারার শেওড়া লিচুবাগান এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাসির উদ্দিন (২৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

নিহত নাসির উদ্দিনের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুরে চর দুর্গাপুর গ্রামে। তার বাবার নাম ছলিম উদ্দিন। তিনি শেওড়া লিচুবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নিহতের সহকর্মী মাসুদ জানান, ভাটারার শেওড়া লিচুবাগান এলাকায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের তিনতলায় নির্মাণকাজ করার সময় নাসির উদ্দিন নিচে পড়ে যান।

এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ