বিশ্ব সংগীতের অন্যতম একটি জনপ্রিয় নাম রিয়ানা। একের পর এক হিট গান উপহার দিয়ে কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারে প্রাপ্তি হিসেবে পেয়েছেন নয়টি গ্রামি অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার। তবে ক্যারিয়ারকে শুধুমাত্র মিউজিক দিয়েই নয় এর পাশাপাশি ফেনটি বিউটি নামক প্রসাধনীর কোম্পানি এবং ফেনটি নামের নিজস্ব মার্চেন্ডাইজ গড়ে তুলেছেন তিনি।
সম্প্রতি নিজের ক্যারিয়ারে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন রিয়ানা। পপ তারকা হিসেবে বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী নির্বাচিত হয়েছেন তিনি। ফোর্বসের মতে, তার মোট সম্পদের মূল্য ১.৭ বিলিয়ন ডলার। যদিও তার সম্পদের উৎস শুধু তার গান নয়। ২০১৭ সালে প্রতিষ্ঠিত গায়িকার ফেনটি বিউটি এবং তার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।
অনেকের মতে মেকআপ কোম্পানি থেকে তার ব্যক্তিগত আয়ের সিংহ ভাগ আসে। প্রসঙ্গত, রিয়ানার জন্ম সেন্ট মাইকেল, বার্বাডোসে৷ তিনি বেড়ে ওঠেছেন ব্রিজটাউনে৷ তিনি প্রথম সংগীত জগতে প্রবেশ করেন ২০০৩ সালে সংগীত প্রযোজক ইভান রজার্সের প্রযোজনায় ডেমো টেপে অংশগ্রহণ করে। রিয়ানা ২০০৬ সালে তার প্রথম স্টুডিও অ্যালবাম ‘এ গার্ল লাইক মি’ প্রকাশ করে খ্যাতি অর্জন করেন।