রোমান সানাদের নিয়ে এমনিতেই প্রত্যাশা থাকে বেশি। এবারও রোমান সানা এবং তার দলকে ঘিরে সেই প্রত্যাশার পারদ ছিল অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে এগিয়ে চলছেন রোমান সানা এবং দিয়া সিদ্দিকী।
সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আরচারির রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছেন রোমান সানা এবং দিয়া সিদ্দিকী। ফাইনালে আগামী রোববার তারা স্বর্ণপদকের লড়াইয়ে মুখোমুখি হবেন নেদারল্যান্ডসের। ফাইনালে উঠতে বাংলাদেশ দলকে বেশ ঘাম ঝরাতে হয়েছে।
সেমিফাইনালে কানাডাকে হারিয়েছে ৫-৩ সেট পয়েন্টে। কোয়ার্টার ফাইনালে ৫-৪ সেট পয়েন্টে জিতেছে স্পেনের বিপক্ষে। এ ছাড়া দ্বিতীয় রাউন্ডে জার্মানিকে ৫-১ সেট পয়েন্টে ও প্রথম রাউন্ডে ইরানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে।