টেকনোলজির নতুন যোগে
বদলি পথের ধারা,
ফোনের পেটে দোকান খুলে
আনন্দে আত্মহারা।
হরেক রকম আ্যপ এর বাজার
প্রতিযোগিতার নেই শেষ,
লাইক শেয়ার আর ফলোয়ারে
চলছে দোকান বেশ।
অনলাইনের ঐ সহজ ব্যাবসা
চব্বিশ ঘন্টাই চলে,
যখন তখন চাইলে সওদা
যা চাও তাহা মেলে।
হাজার রঙের আসবাবপত্র
কেউবা মেধার ঝুলি,
কেউবা বেচে নাচগানা আর
মিষ্টি সুরের বুলি।
পছন্দের সব মাল ছামানা
কেনা কাটার শেষে,
একাউন্টে করলে পেমেন্ট
পার্সেল নিয়ে আসে।
বদলি হাওয়ায় পাল উড়িয়ে
যাচ্ছি কোথায় যানি!!
পথ হারানোর ভয় কি অনেক?
কওনা নাবিক শুনি।।