আগুন নিয়ন্ত্রণে দেরীতে পৌছানোর অভিযোগে ঝিনাইদহের শৈলকুপায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে ক্ষতিগ্রস্থ হয় পানি বহনকারী গাড়ি, আহত হয়েছে গাড়ির ড্রাইভার সহ ৩জন ফায়ারম্যান। শনিবার দিবাগত গভির রাতে শৈলকুপার সাধুহাটি চামটাইলপাড়া মোড়ে এ ঘটনা ঘটেছে। শৈলকুপা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা অমল কৃষ্ণ জানান, সাধুহাটি চামটাইলপাড়া ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার খবরে তাৎক্ষনিক দুটি গাড়ী নিয়ে ৭মিনিটের ব্যবধানে ৭কিলোমিটার গিয়ে ঘটনাস্থলে পৌছান। কিন্তু কতিপয় ব্যাক্তি বিলম্বে পৌছার অজুহাতে লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলার ঘটনা ঘটায়। এ সময় গাড়ীর ড্রাইভার রফিকুল ইসলাম, ফায়ারম্যান রাকিবুল ইসলাম সহ তাদের তিন কর্মী আহত হয়।
হামলাকারীদের লাঠির আঘাতে গাড়ীর একটি লুকিং গ্লাস ভেঙ্গে যায়। আহত তিন জনের মধ্যে রাকিবুল ইসলামকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ীর ড্রাইভার রফিকুল ইসলাম থানায় একটি জিডি দায়ের করেছেন। প্রসঙ্গত, শনিবার গভির রাতে আগুনের ঘটনায় চামটাইল মোড়ের আমজাদ হোসেন, আহম্মদ আলী ও নজরুল ইসলামের সার-ওষধের ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসত বাড়ি পুড়ে যায়। তাদের দাবি ফায়ার সার্ভিসের গাড়ি আরো আগে পৌছালে কম ক্ষতি হতো।
বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়। এতে ২ থেকে ৪লাখ টাকার ক্ষতি হয়। শৈলকুপা থানার সেকেন্ড কর্মকর্তা এসআই আমিরুজ্জামান জানান, শনিবার রাতে ফায়ার সার্ভিসের গাড়ী ও তাদের কর্মীদের উপর হামলার ঘটনায় থানায় একটি জিডি দায়ের হয়েছে।