টানা ১২ বছর ক্ষমতায় থাকার কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে অনেকের আয়েশি মনোভাব চলে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। রোববার (২০ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার টানা ১২ বছর ক্ষমতায়। এ কারণে সারাদেশে সাংগঠনিক দুর্বলতা থাকলেও চোখে পড়ছে না। নেতাকর্মীদের অনেকের মধ্যে আয়েশি মনোভাব চলে এসেছে। নেত্রী যতদিন আছেন, ততদিন ক্ষমতায় আছি।’
তিনি আরও বলেন, ‘তিন বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও অনেক জেলা ও মহানগরে ১০-১৫ বছরেও হচ্ছে না। এ কারণে মাঠপর্যায় থেকে যোগ্য নেতৃত্ব ওঠে আসছে না। বিভিন্ন মহানগর ও জেলায় আগামী ডিসেম্বরের মধ্যে সম্মেলন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ লক্ষ্যেই মাঠে নেমেছি। এর আগে প্রতিটি ওয়ার্ড, থানা এবং এর আওতাধীন ইউনিটে সম্মেলন করা হবে।’ চট্টগ্রামে সাংগঠনিক দুর্বলতা আসাটা দুঃখজনক উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘চট্টগ্রাম আন্দোলন-সংগ্রামের প্রতীক। চট্টগ্রামের বন্দর অচলের মাধ্যমে প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সারাদেশ অচল করে দিয়েছিলেন। তাই এখানে সংগঠনকে আরও গতিশীল করতে হবে।’ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ মাহমুদ আল স্বপন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রমুখ।