রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

নির্বাচনের পরদিন পরাজিত মেম্বার প্রার্থীর মৃত্যু

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ৫৫৮ বার পঠিত:
আপডেট সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
নির্বাচনের পরদিন পরাজিত মেম্বার প্রার্থীর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়নে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নুর আলম নামে পরাজিত এক মেম্বার প্রার্থী মারা গেছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুর আলম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য পদে টিউবওয়েল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। রোববার ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে নুর আলম প্রচুর টাকা খরচ করেন। টাকা খরচ করেও পরাজিত হওয়ায় সোমবার সকালে স্থানীয় লোকজনের সঙ্গে তার বাকবিতণ্ডাও হয়। এরই এক পর্যায়ে নুর আলম অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান।

পরিবারের বরাত দিয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, নুর আলমের আগে থেকে হার্টের সমস্যা ছিল। নির্বাচনে পরাজিত হওয়ার দুশ্চিন্তা থেকে তার হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে। তবে বিষয়টি দুঃখজনক।

নির্বাচনে নুর আলম তৃতীয় সর্বোচ্চ ভোট পান। ওই ওয়ার্ডে বিজয়ী হন ফ্যান প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী নুরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ