রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

দীঘির পারিশ্রমিক পরিশোধ করেননি ঝন্টু!

রিপোর্টার নাম: / ২৪৪ বার পঠিত:
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
দীঘির পারিশ্রমিক পরিশোধ করেননি ঝন্টু!

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ১২ মার্চ। এরই মধ্যে সিনেমাটি নিয়ে অনেক জল ঘোলা করেছেন পরিচালক ঝন্টু ও প্রযোজক সিমি ইসলাম কলি। নায়িকা দীঘির বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বলেও সময়নিউজকে জানিয়েছেন প্রবীণ নির্মাতা ঝন্টু। এবার বেরিয়ে এল নতুন তথ্য। এখনো দীঘির পারিশ্রমিক সম্পূর্ণ পরিশোধ করেননি দেলোয়ার জাহান ঝন্টু। একাধিক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন দীঘির বাবা সুব্রত চক্রবর্তী। তার ভাষায়, ‘কাল ছবিটি মুক্তি অথচ এখনও পুরো পারিশ্রমিক পরিশোধ করেননি। আর ঝন্টু ভাইয়ের মতো একজন অভিজ্ঞ লোক যে আচরণ করছেন তা কাম্য নয়।’

তিনি আরো বলেন, ‘তিনি (ঝন্টু) সিনিয়র নির্মাতা। তার কথায় সব করেছি। ডাবিং শেষ করেও পারিশ্রমিক এখনও পরিশোধ হয়নি। আজকে না কালকে, এ রকম অনেক হয়েছে। তবুও মেনে নিয়েছি। শুধু আমার মেয়ে না। আমি নিজেও ক্যারিয়ারে প্রথমবার ঝন্টু ভাইয়ের নির্দেশনায় কাজ করলাম।’ দীঘির পুরো পারিশ্রমিক পরিশোধ না করার বিষয়টি স্বীকার করেছেন ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার প্রযোজক সিমি ইসলাম কলি। তিনি বলেন, ‘দীঘির পারিশ্রমিক ১ লাখ টাকা বাকি আছে। কিন্তু তার সঙ্গে চুক্তি হয়েছিল কাজ শেষ হবে, তারপর পাওনা টাকা সে নিয়ে যাবে। একদিনের শুটিং বাকি ছিল, একটা গানের কিছু অংশ শুট করার কথা ছিল। কিন্তু দীঘি কথামতো সেই সময় দেয়নি।’

‘তুমি আছো তুমি নেই’ সিনেমাতে জুটিবদ্ধ হয়েছেন দীঘি ও আসিফ ইমরোজ। এ ছাড়া আরো অভিনয় করেছেন সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন, কলি প্রমুখ। শোনা যাচ্ছে, সারাদেশের ৩০টি সিনেমা হলে মুক্তি পাবে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ