শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

দিল্লির আদালত চত্বরে ফের বিস্ফোরণ, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক / ৪৬৭ বার পঠিত:
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
দিল্লির আদালত চত্বরে ফের বিস্ফোরণ, আহত ১

ভারতের দিল্লির একটি আদালত চত্বরে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বিস্ফোরণে একজন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই বন্ধ হয়ে যায় আদালতের শুনানি কার্যক্রম। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্ত্বরে। বন্ধ হয়ে যায় শুনানি। পরে জানা যায়, বিস্ফোরণে এক পুলিশকর্মী আহত হয়েছেন। হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে একটি আদালতের ভেতরে নজিরবিহীন হামলা চালায় গ্যাংস্টাররা। এতে তিনজন নিহত হন। এসময় আহত হন আরও বেশ কয়েকজন। উত্তর দিল্লির রোহিণী আদালতকক্ষের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

পরে দিল্লির পুলিশ কমিশনার জানান, হামলাকারীদের গুলিতে বেশ কয়েকটি মামলার আসামি দুর্ধর্ষ গ্যাংস্টার জিতেন্দ্র গোগী প্রাণ হারান। গত এপ্রিলে গ্রেফতারের পর তিহার কারাগারে রাখা হয় তাকে। আদালতে হাজির করা হয়েছিল সেদিন। তাকে আদালতে তোলা হলে অন্য আরেকটি সন্ত্রাসী দল হামলা চালায়। পুলিশের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসীও নিহত হয়।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ