করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে চলমান লকডাউনে বেকার হয়ে পড়া ১শ জন পরিবহণ শ্রমিক, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী (চাল, ডাল ও ভোজ্যতেল) বিতরণ করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শারীরিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রাণী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাশ।
এসময় উপজেলা প্রশাশন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।