কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ হেফাজতে থাকা মাদক ব্যবসায়ী স্বামীকে ইয়াবা সরবরাহ করতে গিয়ে পাখি আক্তার (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে চৌদ্দগ্রাম থানায় এ ঘটনা ঘটে। আটক পাখি আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর (ছুফুয়া) গ্রামের মো. বিল্লাল মিয়ার স্ত্রী।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ জুন) পাখি আক্তারের স্বামী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বিল্লাল মিয়াকে (৪০) পাঁচ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় রাতে তার নামে থানায় মামলা করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে বিল্লালকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এসময় স্ত্রী পাখি আক্তার তার সঙ্গে দেখা করতে থানায় আসেন। তখন তার সঙ্গে থাকা বিল্লালের জন্য নিয়ে আসা কাপড়ের ব্যাগ তল্লাশি করা হয়।
এসময় ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে এ ঘটনায় তার নামেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে স্বামী-স্ত্রী দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।