ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার জন্মদিনে একত্র হচ্ছেন রাজপরিবারের দুই ভাই প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। বৃহস্পতিবার মা ডায়ানার ৬০তম জন্মদিন স্মরণ করতে একসাথ হচ্ছেন তারা। ডায়ানার সাবেক বাসভবন কেনসিংটন প্যালেসে হবে জন্মদিনের এ অনুষ্ঠান। এসময় ডায়ানার একটি ভাস্কর্য উদ্বোধন করবেন উইলিয়াম ও হ্যারি। এর আগে দুই ভাইয়ের সবশেষ দেখা হয়েছিল চলতি বছরের এপ্রিলে পিতামহ প্রিন্স ফিলিপের মৃ্ত্যুর পর।
তখন পিতামহ প্রিন্স ফিলিপের মরদেহে শ্রদ্ধা জানান ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। পরে আলাদা বার্তায় উইলিয়াম বলেন, পিতামহ প্রিন্স ফিলিপ ছিলেন একজন অসাধারণ মানুষ। আর প্রিন্স হ্যারি দাদাকে একজন দায়িত্ববান মানুষ হিসেবে উল্লেখ করেন।
চলতি বছরের ১৭ এপ্রিল ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৭৩ বছরের জীবনসঙ্গী ডিউক অফ এডেনবারা মারা যান। ৯৯ বছর বয়সে উইন্ডসর প্রাসাদে মৃত্য হয় তার। ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে কোন রাজা বা রানির এত দীর্ঘসময়ের জীবনসঙ্গী আর কেউ ছিলেন না। সম্প্রতি ব্রিটিশ রাজপরিবারের দুই ভাইয় প্রিন্স উইলিয়াম ও হ্যারির সম্পর্ক ভালো যাচ্ছে না। তাদের মধ্যে বাড়ছে মতপার্থক্য। হ্যারি ও মেগান মার্কেলের বিয়ের পর মতপার্থক্য যেন আরও বেড়েছে বহুগুণ। জন্মদিন অনুষ্ঠানে যোগ দিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে এসেছে প্রিন্স হ্যারি, মেগান ও তাদের সন্তান। যুক্তরাষ্ট্রে হ্যারি ও তার স্ত্রী মেগানসহ তাদের দুই সন্তান থাকেন।
এদিকে, গত মঙ্গলবার প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি গাড়ি নিলামে বিক্রি হয়েছে। গাড়িটি ৫২ হাজার ৬৪০ পাউন্ডে কিনে নেয় দক্ষিণ আমেরিকার একটি যাদুঘর। সিলভার রংয়ের গাড়িটি প্রিন্সেস ডায়ানাকে এনগেজমেন্ট উপহার হিসেবে দিয়েছিলেন প্রিন্স চার্লস। ১৯৮১ সালের মে মাসে তিনি গাড়িটি উপহার দিয়েছিলেন। ছয় হাজার পাউন্ডে ১৯৮২ সালে গাড়িটি কিনে নেন একজন অ্যান্টিক ডিলার। এতোদিন পর গাড়িটি আবার নিলামে তোলা হয়। টেলিফোনে নিলামে অংশ নিয়ে গাড়িটি কিনে নিয়েছেন দক্ষিণ আমেরিকান একটি যাদুঘর। গাড়িটির মিটারে ৮৩ হাজার মাইল চলার তথ্য রয়েছে। ১৯৯৭ সালের আগস্টে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় ৩৬ বছর বয়সে মারা যান প্রিন্সেস ডায়ানা।
সূত্র: বিবিসি, এনডিটিভি