কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন দরগারছড়া এলাকা থেকে আড়াই কেজি আইস (ক্রিস্টাল মেথ) জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ এসব আইসের বাজারমূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানকালে মেরিন ড্রাইভের দরগারছড়া এলাকার সাগরপাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউবনের দিকে আসতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়।
আব্দুর রহমান বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগটি ঝাউবনে ফেলে দৌড়ে পালিয়ে যায় লোকটি। পরে ব্যাগটি তল্লাশি করে দুই কেজি ৫০০ গ্রাম আইস পাওয়া যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে জব্দ আইস টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।