শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

টিকা নেওয়ার পরও থাইল্যান্ডে ৭ দিনের কোয়ারেন্টাইন

কামরুল আলম রানা , থাইল্যান্ড / ৫৫৪ বার পঠিত:
আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
টিকা নেওয়ার পরও থাইল্যান্ডে ৭ দিনের কোয়ারেন্টাইন

নতুন নিয়মে বিদেশি পর্যটকদের জন্য শুক্রবার (১ অক্টোবর) থেকে খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ড। করোনা টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলে দেশটিতে গিয়ে থাকতে হবে ৭ দিনের কোয়ারেন্টাইনে। এমনটায় জানিয়েছেন থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি (ট্যাট)।

১ অক্টোবর থেকে বিকল্প কোয়ারেন্টাইন সিস্টেমে পুনরায় থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের স্বাগত জানাবো আমরা। যারা করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ নিয়েছেন তাদেরকে আজ থেকে থাইল্যান্ড আসলে থাকতে হবে ৭ দিনের কোয়ারেন্টাইনে। যা আগে ছিলো ১৪ দিন। তবে এক্ষেত্রে থাইল্যান্ডে আসার সময় অবশ্য ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। ৭ দিনের কোয়ারেন্টাইনের সময়, তাদের দুটি আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে-প্রথমটি থাইল্যান্ড আসার দিন ১ দিনের ভেতর আর দ্বিতীয়টি ৬-৭ দিন কোয়ারেন্টাইন সময় শেষ করার আগে।

আর যাদের টিকা দেওয়া হয়নি এবং ভ্যাকসিন সার্টিফিকেট নেই তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদেরও দুটি আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। প্রথমটি থাইল্যান্ড আসার দিন ১ দিনের ভেতর আর দ্বিতীয়টি ৯-১০ দিন কোয়ারেন্টাইন সময় শেষ করার আগে। তাছাড়া থাইল্যান্ডে আসার ক্ষেত্রে থাকতে হবে একটি বৈধ ভিসা, পুনরায় প্রবেশের অনুমতি, রয়েল থাই দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা একটি প্রবেশপত্র। একটি কোভিড-১৯ স্বাস্থ্য বীমা। কোয়ারেন্টাইন হোটেল বুকিং পেপার এবং একটি মেডিকেল সার্টিফিকেট আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল। অবশ্যই ৭২ ঘণ্টার বেশি হতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ