দ্য ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান। অর্থাৎ শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করবে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ জয় পায় ইংল্যান্ড। জো রুটের ছয় হাজারি ক্লাবের মাইলফলকে নাম লেখানো ম্যাচে ৫ উইকেট আর ১৫.১ ওভার হাতে রেখে জেতে স্বাগতিকরা।
ফলে এই ম্যাচটি পিছিয়ে পড়া শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার লড়াই। আর ইংল্যান্ডের জন্য এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করার।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), স্যাম বিলিংস, মঈন আলি, স্যাম কুরান, টম কুরান, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
শ্রীলঙ্কা একাদশ
কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, চারিথ আসালাঙ্কা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্ডো, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্ডো।