রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রাণ গেল নারীর

ঢামেক প্রতিবেদক / ৪১৮ বার পঠিত:
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রাণ গেল নারীর

রাজধানীর উত্তর বাড্ডায় একটি ভবনের দুইতলা থেকে পড়ে সুবর্ণা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জনুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সুবর্ণাকে ভর্তি করা মোহাম্মদ আসাদ জানান, ওই বাসায় দ্বিতীয় তলার ছাদে কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়। বর্তমানে, উত্তর বাড্ডায় ভাড়া থাকতেন। তিনি দুই মেয়ে এক সন্তানের জননী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ