রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মো: নেছার আলম শামীম

স্টাফ রিপোর্টার / ৬৬৪ বার পঠিত:
আপডেট সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মো: নেছার আলম শামীম

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো: নেছার আলম শামীম।

সোমবার (১লা নভেম্বর ) ৮নং দরগাপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগনের মতামত নিয়ে বিশাল শোভাযাত্রার মাধ্যমে উৎসব মুখর পরিবেশে উপজেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমাদান পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মো: নেছার আলম শামীম তরুন যুব সমাজের আইকন উনাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন। উনি নির্বাচিত হলে ৮নং দরগাপাশা ইউনিয়নের অনেক উন্নয়ন হবে। উনাকে সবসময়ই আপনাদের পাশে পাবেন।

এলাকার ভোটারদের সাথে কথা হলে তারা জানান,
মো: নেছার আলম শামীম একজন সৎ মেধাবী ও তরুণ ব্যক্তিত্ব। আমরা আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মো: নেছার আলম শামীম ভাইকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষের যে কোন বিপদ- আপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মো: নেছার আলম শামীম বলেন, আমি জনগনের মনোনীত প্রার্থী হয়ে ৮নং দরগাপাশা ইউনিয়েনর চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে আজ মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমি বিশ্বাস করি আমার ইউনিয়নবাসী আমাকে তাদের সেবা করার সুযোগ দান করবেন। আমি সবার ভোট, দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ