রিয়াজ খাকী :কাশিয়ানী বিশেষ প্রতিনিধি।
বয়স্ক চোখের রোগীদের বিনা মূল্যে সেবায় এগিয়ে এসেছে আমেরিকা খ্রীষ্ঠিয়ান সার্ভিস ইন্টারন্যাশনাল(সি এস আই) সংস্হা এ উপলক্ষে কাশিয়ানীতে চক্ষু রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৪ডিসেম্বর)কাশিয়ানী উপজেলা প্রশাসনের স্হানীয় সহযোগিতায় পরিষদের অডিটরিয়ামে হল রুমে সকাল ৯ টা হতে বেলা ১ টা পর্যন্ত এই কর্মসূচি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।এ চক্ষু শিবিরে ২০ টাকা টিকিটের মাধ্যমে রোগীদের পরীক্ষাসহ রোগীর ঔষুধ সেবা প্রদান করা হয়েছে।অর্ধদিনব্যাপী এই চক্ষু সেবা ক্যাম্পে সাত থেকে আটশত বিভিন্ন বয়েসের পুরুষ-মহিলা রোগীকে ব্যাবস্থাপত্র ঔষধ সেবা এদের মধ্যে ২৫৭ জন রোগীকে চশমা,চোখের ড্রপ,এবং ১০৫ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন করার জন্য বাছায়,ডিসিআর অপারেশন, টোরীজিয়ান অপারেশনসহ বেশ কিছু রোগী পরবর্তিতে অপারেশনকালীন সময়ে রোগীর থাকা খাওয়া নিশ্চিত করা হয়।এ সময় সকাল ৯টায় চক্ষু শিবির উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান,
দৃষ্টিদান বাগেরহাট চক্ষু হাসপাতাল ও ক্যাম্পের পরিচালক মল্লিক আসাদুল হক,আর্থিক সহযোগীতা
(সিএসআই)মি:ডয়াল,চক্ষু ডা:আরিফুর রহমান,
আয়োজকরা জানায় অন্যান্য বয়সীদের তুলনায় প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে,অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থা এবং পরিমাণ খুবই অপ্রতুল।অর্থের অভাবে যে সকল দূস্থ এবং দরিদ্র প্রবীণরা রোগে ভুগছেন এবং প্রয়োজনীয় মুহূর্তে চিকিৎসা সেবা পাওয়ার নূন্যতম সুযোগ পাচ্ছে না।সেই সকল প্রবীণদের চিহ্নিত করে এলাকায় চিকিৎসক নিয়োগ করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এই চক্ষু শিবিরে।