নাজিম খানকা
কাশিয়ানী(গোপালগঞ্জ) বিনোদন প্রতিনিধি:
বঙ্গবন্ধু পাঠাগার কর্তৃক আয়োজিত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া এ জি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল খেলার শুভ উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার(২আগষ্ট)বিকাল ৫ টার দিকে মাজড়া এ জি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু পাঠাগারের সভাপতি মো:তৌহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা মিল্টন হোসেন খান খেলার সার্বিক দিকনির্দেশনা তুলে ধরে উভয়ই দলের খেলোয়াড়দের পরিচ্ছন্ন ছন্দময় সুন্দর একটি ফুটবল খেলা উপহার চেয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে।
অন্যদের মধ্যে উদ্বোধনী ম্যাচে আরো উপস্থিত ছিলেন মো: টিটো মুন্সি,ইউপি সদস্য মো: টলেটি ঠাকুর,পাঠাগারের সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সহ প্রমূখ।
খেলার উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করে মুকসুদপুর দাসের হাট ফুটবল একাদশ বনাম রাজপাট শুক্তাগ্রাম ফুটবল একাদশ।
এ খেলায় প্রথমার্ধ্বে পেলান্টি পেয়ে গোল করে দলকে এগিয়ে নেন সাত নাম্বার জার্সিধারি খেলোয়ার কুশল বিশ্বাস, নির্ধারিত সময়ে ১-০ গোলে রাজপাট ফুটবল একাদশকে পরাজিত করে জয় নিয়ে মাঠ ছাড়েন দাসের ফুটবল একাদশ।
খেলায় রেফারি হিসাবে দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রশিক্ষিত গোপালগঞ্জ ফুটবল এ্যাসোসিয়েশনের রেফারি মো:নাসিবুর রহমান নাসিম,শফিক আহম্মেদ ডিটো ও ফোরকান শরীফ টিটো।