গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি:
কাশিয়ানী থানার (সেকান্ড অফিসার) এস আই দেওয়ান সাদেকুল ইসলাম, এ এস আই মিজানুর রহমান সংগীয় ফোর্সসহ গতকাল (১৯/০৩/২৪ তারিখ) রাত অানুমানিক ১২.৩০ টায় ঢাকা জেলার সাভার থানাধীন আমিন বাজার হিজলা মোল্লা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
তিনি গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের
কুসুমদিয়া গ্রামের আলাউদ্দিন ওরফে আলম খান,এর ছেলে মোঃ বাবুল খাঁন (৪৯)
জানাজায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারা এর ৬ বছর সাজাপ্রাপ্ত এবং উত্তরা থানার মামলায় পেনাল কোডে এর ০৭ বছরের সাজাপ্রপ্ত ওয়ারেন্টভুক্ত, তিনি দির্ঘদিন পলাতক ছিল।