লিটন কুমার তন্ময়
বিশেষ প্রতিনিধি ঃ
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের গেড়াখোলা নামক এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।শ
নিবার (৩ আগষ্ট২৪) রাত ৭:৩০ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে।জানাগেছে নিহত মোটরসাইকেল আরোহী হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের মৃত মজিবর শেখ এর ছেলে জামাল শেখ (৩২)
এ বিষয়টি নিশ্চিত করেছেন ভাংগা হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম। তিনি জানান, মোটরসাইকেলযোগে সম্ভবত ঢাকার দিকে যাচ্ছিলেন।
ধারণা করা হচ্ছে এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবরপেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়ির চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়।