ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়কের বিষয়খালী বাজারের নিকট সিনথিয়া পরিবহণ নামে খুলনা- একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।এ ঘটনায় অন্তত ১২ যাত্রী আহত হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী সিনথিয়া পরিবহণ দুপুর দুইটার দিকে বিষয়খালী বাজারের নিকট আসলে বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে সজোরে আঘাত হানে। বাসটি দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে বাসের যাত্রীদের উদ্ধার করে। আহতদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।