রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত খবর :
অটিস্টিক শিশুদের আবাসন ও কর্মসংস্থান করবে সরকার   ||   নারীর প্রতি যৌন ও পারিবারিক সহিংসতা ক্রমাগতই বাড়ছে   ||   শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হলেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছদরুল ইসলাম  ||

করোনা থেকে বাঁচতে মালয়েশিয়ার নতুন খসড়া

ডেস্ক / ৬২৩ বার পঠিত:
আপডেট সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
করোনা থেকে বাঁচতে মালয়েশিয়ার নতুন খসড়া

করোনা মহামারি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে মালয়েশিয়া। সরকার এ বিষয়ে জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনার (প্রস্থান পরিকল্পনা) একটি খসড়া তৈরি করছে। এমনটি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

চলমান কোভিড-১৯ পরিচালন, অর্থনীতি, টিকাদান কর্মসূচি ইত্যাদির শর্তাদিসহ যে সকল প্রস্তুতি হয়েছে তার উপর ভিত্তি করে এই পরিকল্পনাটি জাতীয় সুরক্ষা কাউন্সিলে (এমকেএন) আগামী সপ্তাহে উপস্থাপিত হবে। ১৩ জুন জোহর পিপলস হাউসিং প্রজেক্ট (পিপিআর), বান্দর তুন রাজাকের মোবাইল টিকা কেন্দ্র (পিপিভি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ফেডারেল টেরিটরিজমন্ত্রী আনুয়ার মুসা।

ইতোমধ্যে বেশ কয়েকজন মন্ত্রী খসড়াটি উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন। খসড়াটি পরিমার্জন করেই জাতীয় সুরক্ষা কাউন্সিলে উত্থাপন করা হবে বলে একটি সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, চলমান সমস্যা থেকে বেরিয়ে আসতে এখন একটি প্রস্থান কৌশল বা জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনা নির্ধারণের সময় এসেছে। তবে সমস্ত পক্ষের সহযোগিতা এবং সমর্থনের উপর নির্ভর করে এটি একটি বড় চ্যালেঞ্জ। মুহিউদ্দিন বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থা যাতে ভেঙে না যায় তা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে (এমওএইচ) স্বাস্থ্যসেবা পরিচালনায় সহায়তা করতে হবে। হাসপাতাল, বিছানার সুবিধা, ভেন্টিলেটর, হাসপাতালের কর্মী অবশ্যই পর্যাপ্ত হতে হবে। এসব বাস্তবায়ন করছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ