দক্ষিণী সিনেমার ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ’। ওম রাউত পরিচালিত এই সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে রাম চরিত্রে অভিনয় করবেন প্রভাস আর সীতা চরিত্রে অভিনয় করবেন কৃতি স্যানন। শুক্রবার (১২ মার্চ) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতারা। ‘আদিপুরুষ’ সিনেমায় সীতা চরিত্রে কৃতি স্যাননকেই দেখা যাবে। এছাড়া সিনেমাটিতে যোগ হয়েছেন ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমাখ্যাত সানি সিং।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কৃতি ও সানির সঙ্গে ছবি পোস্ট করে প্রভাস লিখেছেন, ‘আদিপুরুষ পরিবারে স্বাগতম কৃতি স্যানন ও সানি সিং। অন্যদিকে, একই ছবি পোস্ট করে কৃতি লিখেছেন, নতুন পথচলা শুরু। আদিপুরুষ। এটা আমার জন্য বিশেষ কিছু। গর্বিত, সম্মানিত এবং এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে যুক্ত হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত। ‘আদিপুরুষ’ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান। তিন ভাগে সিনেমাটি নির্মাণ হবে। সিনেমাটি প্রযোজনা করছে টি-সিরিজ।