স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়ারা ইউনিয়নের রাহুথর নামক স্থানে উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অবস্থিত।
প্রতিষ্ঠানে পরিচালনা পরিষদ না থাকায় প্রাতিষ্ঠানিক কার্যক্রমে জটিলতা ও শিক্ষকদের বেতন বন্ধের আশংকা বিরাজ করছে।
১৯৪১-সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বর্তমানে ৭১৫ জন শিক্ষার্থী ১২ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী কোনরকম চালিয়ে যাচ্ছে শিক্ষা কার্যক্রম।
নিয়মিত কমিটি না হওয়ায় স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থা তদারকিকরণ, লেখাপড়ার মান নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ধারণা থেকে বিদ্যালয়ে ‘ম্যানেজিং কমিটি’ বিধিমালা প্রণয়ন করা হয়।
স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, এ শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি ২০১৮ সাল পর্যন্ত ঠিক ছিল।
হঠাৎ করেই ২০১৯ সালে আর পূর্ণাঙ্গ কমিটি হয় নেই।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার বিস্বাস এর সুবিধার জন্য আহবায়ক কমিটি করা হয়।
সর্বশেষ ২০২২ সালের এপ্রিল মাসে আহবায়ক কমিটির মেয়াদ শেষ হলেও বর্মনানে পরিচালনা পরিষদ নামে কমিটি করার কোন তৎপর নেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কমিটি না হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীদের অভিভাবক দয়াময় মৌলিক একই গ্রামের দিলিপ সরকার,মনিমহন মন্ডল, অলোক সরকার,শিক্ষক নিতাই বিশ্বাস, ইন্দ্রজিৎ সহ একাধিক ব্যক্তি বলেন, স্কুলের কমিটি নিয়ে একটি উৎসবমুখর পরিবেশ ছিল। কিন্তু বর্তমানে কমিটি না হওয়ায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ নিয়ে স্থানীয় দুটি পক্ষের মাঝে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। তাদের দাবি, একটি পক্ষ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে কমিটি বন্ধের চেষ্টা করছে।
স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার বিস্বাস কেই দায়ী করেন।
এদিকে,কমিটি না থাকায় বিদ্যালয়টির নিবন্ধন ঝুঁকির মধ্যে পড়েছে। তাছাড়া স্কুলের শিক্ষকদের বেতন বন্ধ হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনা এবং শিক্ষকদের বেতন-ভাতা যাতে বন্ধ না হয় সেজন্য দ্রুতই ম্যানেজিং কমিটির দাবি করেন এলাকাবাসী।
স্কুলের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, স্কুলের শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতেই পরিকল্পিতভাবে একটি পক্ষ কমিটি বন্ধের পাঁয়তারা করছে।
সেই ষড়যন্ত্রকে উপেক্ষা করে অবিলম্বে স্কুলের ম্যানেজিং কমিটির দাবি জানান তারা।
উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিস্বাস জানান, যথারীতি নিয়ম মেনেই দ্রুত কমিটি করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো জানান, এর আগে আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। মেয়াদ শেষ আগেই হয়েছে। খুব শীগ্রই উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে কমিটি দেওয়া বিষয় অনুরোধ করবো।
ম্যানেজিং কমিটি গঠন না করা গেলে স্কুলের নিবন্ধন বাতিল ও শিক্ষকদের বেতন-ভাতা বন্ধের আশঙ্কা রয়েছে।
বিদ্যালয়ের কমিটির বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম বলেন ইউএনও মহোদয় সহ সকলের উপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আমরা নতুন কমিটির জন্য আবেদন দেওয়ার কথা বলে আসার পরও এখন পর্যন্ত তিনি কোন আবেদন করেননি। কি কারনে এমনটি করছে আমার বোধগম্য নয়।বিষয়টি আমরা ভেবে দেখবো।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গত ১১ নভেম্বর উদয়ন বিদ্যাপিঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান বৃন্দ,অভিভাবক বৃন্দ,শিক্ষক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শিক্ষার মান বজায় রাখা সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাসকে বলা হয়েছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে নতুন কমিটির আবেদন দেওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত তিনি কি কারনে করেননি আমার জানা নেই।