২০২২ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার (১৪ জুন) মাউশির ওয়েবসাইটে এ অ্যাসাইমেন্ট প্রকাশ করা হয়। এর আগে গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করার কথা জানায় মাউশি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাসাইনমেন্ট বিতরণ, মূল্যায়ন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, গ্রিড, রুবিক্স এবং সপ্তাহভিত্তিক নির্ধারিত কাজ অচিরেই অবহিত করা হবে। এতে বলা হয়, করোনা মহামারির কারণে যেসব এলাকা লকডাউেনর আওতায় রয়েছে সেসব এলাকায় স্বাস্থ্যবিধির নির্দেশনা মোতাবেক বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনোক্রমেই স্বাস্থ্যবিধির নির্দেশনা উপেক্ষা করা যাবে না।