শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। লাতিন অঞ্চলের চলতি বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের এটি টানা সপ্তম জয়। রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা।
মাসদুয়েক আগে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে সবশেষ মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই ম্যাচে ১-০ গোলে জিতে কোপার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। তবে এবার বাছাইয়ের ম্যাচে আর একই ফলের পুনরাবৃত্তি করতে দিতে চায় না ব্রাজিল। বরং আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে টানা অষ্টম জয়ের লক্ষ্য সেলেসাওদের। চিলিকে ১-০ গোলে হারানোর ম্যাচে নায়ক এভারটন রিবেইরো। তার একমাত্র গোলেই জিতেছে ব্রাজিল। ম্যাচ শেষে এভারটন বলেছেন, ‘টানা সাত ম্যাচ জয় ঐতিহাসিক, এখন আমরা সেটি আটে পরিণত করতে চাই।’
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে ব্রাজিল গোলরক্ষক ওয়েভারটনের ভাবনা, ‘ম্যাচটা কঠিন হবে। এখন তাই বিশ্রাম নিয়ে প্রস্তুতিটা নিতে চাই। তিতে আমাদের ভালোভাবে প্রস্তুত করবেন। আমরা জিততে চাই, সেটাই লক্ষ্য।’ শুক্রবার ব্রাজিলের ঘণ্টাখানেক আগে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে তারা জিতেছে ৩-১ ব্যবধানে। যেখানে এক গোল ও এক এসিস্ট করেছেন তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ম্যাচ শেষে তিনি কথা বলেছেন পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে। লাউতারো মনে করেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিও ভালো হবে। তার ভাষ্য, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ভালো হবে। এটা নতুন একটা ম্যাচ এবং এর জন্য আমরা নিজেদের সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নেবো। কোপা আমেরিকা ফাইনালে যেভাবে তাদের মুখোমুখি হয়েছি, এবারও তা-ই চেষ্টা করবো।’