তুমি কথা বলোনি বলে
রাতের তারারা
অনবরত কথা বলে যায়,
এত বড় দুর্দিনে
সর্বশক্তিমানের অদৃশ্য হাত
পড়ে থাকে আমার মাথায়।
তোমার গোপনীয়তায়
মাটির জগতে
মৃত ও জীবিতের
পার্থক্য বোঝা যায়,
তোমার নীরবতার ইশারায়
অগণিত মহান মুহূর্ত
নির্লজ্জতায় ধ্বংস হয়ে যায়।
মনে পড়ে সেই মুখ
অজস্র উজ্জ্বলতায়
কী আশ্চর্য তীব্রতায়,
বিচ্ছেদের দুনিয়ায়
রহস্যময় আনন্দের উচ্ছ্বাস
উপচে পড়ে গৌরবময় সত্তায়।
তোমার অনুপস্থিতিতে
মৃত্যু মুখোমুখি দাঁড়ায়
ভিতর তছনছ হয়
ভয়ঙ্কর স্মৃতির তাড়নায়,
জীবন পাত্র আমার
পূর্ণ হয় না কানায় কানায়,
সর্বনাশা দেহপাখি
হুকুমনামা পেয়ে
খড়কুটোর মতো উড়ে যায়।
তোমার আমার সম্পর্কের দায়
খোদাই করা আছে
মধ্যাহ্ন সূর্যের গায়।
তুমি পালাবে কোথায়?
অনন্তকাল দাঁড়িয়ে রইবে
অনুভূতির রাস্তায়
উপরওয়ালার পরীক্ষায়।
faraizees@gmail.com
সূূএ:মানবজমিন